
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নানার বাড়ির কার্নিশ থেকে মিনহাজুল ইসলাম নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মরিয়মনগর বিয়ানবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মিনহাজুল ইসলাম (১২) উপজেলার বেতাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে, পূর্ব বেতাগী ওয়ায়েজ উদ্দিন শাহ (রহ.) কেজি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
এই বিষয়ে নিহতের স্বজন মো. শওকত বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে ।
তার নামাজে জানাজা আজ রাত ৮:১৫ মিনিটে দক্ষিণ কাউখালী কাজির জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ছেলেটি ভবনের তালা মারা দেখে ছাদ বেয়ে প্রবেশ করতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
পূর্বকোণ/পারভেজ