চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে শিপইয়ার্ড থেকে ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট

সীতাকুণ্ডে শিপইয়ার্ড থেকে ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২৫ | ৬:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এস এইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ড থেকে গোলাগুলি করে ১০ লক্ষ টাকার স্ক্র্যাপ লোহা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। 

 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।

 

শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন,  ডাকাতদল ইয়ার্ডে সাগর উপকূলে একটি লাল এবং একটি সাদা বোট নিয়ে এসে দেশীlয় অস্ত্রশস্ত্র নিয়ে শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এ সময ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মো. নাসির উদ্দিন (৫২), মো. আয়াতুল্লাহ (২৩)সহ প্রহরীদের জিম্মি করে আহত করে। ঘটনার পর আহতেদর উদ্ধার করে নিকটস্থ বি এস বি এ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত করার চেস্টা করে ব্যার্থ হয়। তারা পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়। পরে ডাকাতরা দুইটি বোটে করে ১০ লক্ষ টাকার স্ক্র্যাপলোহা লুট করে নিয়ে যায়। স্ক্র্যাপলোহার মধ্যে জাহাজের লোহার পর্দা, পাইপ গাডার,  ইয়ার্ডের বার্জ হতে ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, অক্সিজেন বোতল।

 

ইয়ার্ড মালিক মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, এমন ঘটনা অকল্পনীয়। পুলিশ এসে ৬ রাউন্ড গুলি করার পরও ডাকাতরা যাচ্ছিল না। শেষে মালামালগুলো নিয়েই গেছে তারা। এমন অবস্থা হলে কি ব্যবসা করা যাবে?

 

 

সীতাকুণ্ড মডেল থানার এস আই খায়ের উদ্দিন মুঠোফোনে বলেন, রাতে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিস্তারিত জানতে থানার ওসি সাহেবের সাথে কথা বলে জানতে পারেন।

 

 

তবে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট