চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
প্রতীকী

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

চকরিয়া সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৫ | ৯:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে গীতা রানী দাশ (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ডুলহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের  ফরেস্ট অফিসপাড়া এলাকার মৃত বাবুল দাশের স্ত্রী। তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রেললাইনে হাটাহাটি করার সময় এ দুঘর্টনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুলহাজারা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. আব্দুল মান্নান চৌধুরী।

 

তিনি বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একজন মহিলা রেললাইনে হাটাহাটি করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখী কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে।

 

কক্সবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য অনুমতি দেওয়া  হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট