চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

কাতারে ঘুমন্ত বাঁশখালী প্রবাসীকে গলা কেটে হত্যা, সন্দেহের তীর বন্ধুর দিকে

নিজস্ব সংবাদদাতা, বাশখালী

২১ অক্টোবর, ২০২৫ | ২:২৪ অপরাহ্ণ

কাতারে আসিফ মুহাম্মদ সায়েম (২৬) নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোজাম্মেল হকের ছেলে। এই ঘটনায় বন্ধুকে সন্দেহ করা হচ্ছে বলে জানা গেছে।

গন্ডামারার তালুকদার বাড়ির মোজাম্মেল হক বলেন, চার বছর পূর্বে সে কাতার যায়। তার আয়ে সংসার চলতো। আমরা এই নির্মম হত্যার বিচার চাই।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার‌ বলেন, এই বিষয়ে পরিবারের সদস্যরা কেউ থানায় যোগাযোগ করেনি। তবে এ ধরনের ঘটনা ঘটছে বলে শুনেছি।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট