চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২৫ | ৮:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। তিনি ক্যাম্পের বাসিন্দা সৈয়দুল আমিনের ছেলে।

রবিবার ( ১৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় ক্যাম্প থেকে আবুল কালামকে আটক করা হয়।

বিষয়টি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আবুল কালামের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এই বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) হস্তান্তর করা ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট