চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বন্ধকী স্বর্ণ ছাড়াতে এসে ব্যবসায়ী ‘নিখোঁজ’, পরিবারের দাবি অপহরণ

বন্ধকী স্বর্ণ ছাড়াতে এসে ব্যবসায়ী ‘নিখোঁজ’, পরিবারের দাবি অপহরণ

চকরিয়া সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২৫ | ৯:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪১) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। কিন্তু পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে।

মো. সোহেল উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাম্মদ হোসেন সওদাগরের ছেলে। লামা উপজেলার ফাইতং বাজারের সৌদিয়া স্টোর এন্ড ফ্যামিলি সুপার শপ নামে তার একটি দোকান রয়েছে।

এ ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সোহেলের বাবা চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

বিষয়টি নিশ্চিত করে সোহেলের বাবা বলেন, বন্ধকি স্বর্ণের আংটি ছাড়ানোর জন্য টাকা নিয়ে বুধবার দুপুর ১২ টার দিকে পৌরসভার মৌলভীরচরস্থ ভাড়া বাসা থেকে চকরিয়া নিউ মার্কেটে যান সোহেল। এরপর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমার ছেলেকে কেউ অপহরণ করে থাকতে পারে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছি।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট