
চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পেশায় গার্মেন্টস কর্মী রীনা কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সিদলাই ভেড়াখোলা এলাকার মজুমদার বাড়ির আবু তাহের ও জোৎস্না বেগমের মেয়ে।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
নিহতের স্বামী আলমগীর হোসেন (৩৩)কে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আলমগীর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা সিদলাই ইউনিয়নের সৈয়দ আলী বাড়ির শরাফত আলীর সন্তান।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘নিহত রীনার স্বামী আলমগীর হোসেন একই গার্মেন্টসে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে আলমগীর তার স্ত্রী রীনাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
পূর্বকোণ/পারভেজ