চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ‘মাদক সম্রাট’র বিলাসবহুল বাড়িতে বিজিবির ৮ ঘণ্টার অভিযান

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ

টেকনাফের ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত জুবাইরের (৪০) বিলাসবহুল বাড়িতে টানা আট ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে বিজিবি। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে দেয়াল টপকে পালানোর সময় আইয়ুব আলী (৩৭) নামে একব্যক্তিকে এবং বাড়ির ভেতরে আত্মগোপনে থাকা জুবাইরের স্ত্রী ফাইজাকে (১৯) আটক করা হয়। তবে জুবাইর এখনও পলাতক।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর গতকাল রাতে সাবরাং মণ্ডলপাড়ায় সংঘবদ্ধ মাদক চক্রের আস্তানা শনাক্ত করা হয়। পরে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক সদস্য নিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। বাড়িটি ঘিরে প্রায় ৮ ঘণ্টাব্যাপী তল্লাশি শেষে ১৯ হাজার ২০০ নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা, অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরা ও চোরাচালান কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট