চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে ডাকাতি, চুরি ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

১৬ অক্টোবর, ২০২৫ | ১১:৩৭ অপরাহ্ণ

মিরসরাইয়ে ডাকাতি, চুরির মামলা ও মাদক মামলার আসামি ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

একইদিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হল- চুরি ও ডাকাতির ৭ মামলার আসামি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া এলাকার বজলে সোবহান বাড়ির রবিউল হোসেন ভোলা ছেলে মো. ওমর ফারুক (২৬), তিন মামলার আসামি ফকিরটোলা এলাকার একরাম আলী ফকির বাড়ির শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২১), একশত ইয়াবা বিক্রির সময় মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের বটতল এলাকার বেচা গাজী বাড়ির মো. সালাউদ্দিনের ছেলে মো. নাজমুল ইসলাম প্রকাশ সাজিদ (২৮), ২ নং ওয়ার্ডের পূর্ব মিরসরাই এলাকার আহম্মদ সোবহান বাড়ির মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. একরামুল হক (৩২) ও ৯ নং ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া এলাকার নজর আলী ভূঁইয়া বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে রাকিবুল হোসেন (৩৪)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

পূর্বকোণ/সাদমান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট