
কক্সবাজারের রামু সীমান্তে ১৭ লিটার মদসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রামুর রেজুপাড়া বিওপির আমবাগান থেকে এই তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুতুপালং ক্যাম্পের মো. সোবহানের ছেলে নূর মোহাম্মদ (১৮), মরহুম জিয়াউল হকের ছেলে নূরুল আবছার (১৮) ও শামসুল আলমের ছেলে আক্তার ফারুক (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। তিনি বলেন, আটক তিনজনকে পুলিশে সোপর্দ করা হবে।
পূর্বকোণ/এএইচ