চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৫ | ৪:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টায় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আশরাফ ছিদ্দিক জানান, দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার সময় এক যুবক ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫। মুখে দাড়ি, পরনে একটি চেক লুঙ্গি এবং বেগুনি ও হালকা কমলা রংয়ের গেঞ্জি ছিল।

 

তিনি আরও জানান, আমরা লাশ উদ্ধার করেছি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট