চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

পটিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৫ | ২:৫৯ অপরাহ্ণ

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ও মাদ্রাসা শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) সকালে পটিয়া উপজেলা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল গণী।

 

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন আশরাফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার শহীদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ কাজী মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, প্রধান শিক্ষক আব্দুল জলিল, মুহাম্মদ নাছির উদ্দীন, সহকারী শিক্ষক রাজন বড়ুয়া, প্রফেসর মুহাম্মদ নাজিম উদ্দীন, মাওলানা আব্দুল মাবুদ আল কাদেরী, শফিকুল ইসলাম, শিক্ষক নেতা নজরুল ইসলাম প্রমুখ।

 

সঞ্চালনা করেন শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন রব্বানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা সাইফুদ্দিন খালেদ জোহাদী, মাওলানা আহমদ হালিমী, অধ্যক্ষ বুরহানুদ্দীন নাশবন্দি, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ, সুনীল কান্তি বড়ুয়া, অরুণ মিত্র, দেলোয়ার হোসেন, মাওলানা ইছহাক, মাওলানা নাছেরুল ইসলাম, শিক্ষক নেতা নুরুল আমিন ও পিযুষ কুমার দে প্রমুখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট