চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অভিযান: বালুভর্তি ৭টি ট্রাক জব্দ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অভিযান: বালুভর্তি ৭টি ট্রাক জব্দ

মিরসরাই সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৫ | ৯:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে (ইকোনমিক জোন) অভিযান চালিয়ে বালু ভর্তি ৭টি ড্রাম্প ট্রাক জব্দ করেছে প্রশাসন।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার শিল্প অঞ্চলের জিরো পয়েন্ট এলাকা থেকে অভিযানে এসব ট্রাক জব্দ করা হয়।

 

অভিযানে প্রায় ৪ হাজার ২০০ ঘনফুট বালু ভর্তি ৭টি ট্রাক জব্দ করা হয়। এই সময় সহযোগিতা করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র কর্মকর্তা ও শিল্প জোন ফাঁড়ির পুলিশ সদস্যরা।

 

বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, জব্দকৃত ট্রাকগুলো হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ//পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট