
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় সড়ক অতিক্রমকালে মোটর সাইকেলের ধাক্কায় ছফুরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দীন।
ছফুরা খাতুন ঘটনাস্থল সংলগ্ন আধুনগর গুল-এ-জার বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী। তার বাড়ি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডস্থ পশ্চিম সিকদার পাড়ায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে তিনি পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করেছেন। ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ