চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

টেকনাফ সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৫ | ৫:১০ অপরাহ্ণ

টেকনাফের জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে গভীর রাতে অভিযান চালিয়ে এ চালান উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধান ক্ষেতে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ধান ক্ষেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট