
টেকনাফ-কক্সবাজার মহাসড়কে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) রাতে রাজাপালং এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিচবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে বিলকিস আক্তার (১৮) এবং রংপুর জেলার কুতুবপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৪৩)।
৮ এপিবিএন-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমদ জানান, যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় যাত্রী বিলকিস আক্তারকে সন্দেহ হলে দায়িত্বরত নারী কনস্টেবল দেহ তল্লাশি করেন। এতে তার পরিহিত সেলোয়ারের ভেতর সুকৌশলে লুকানো তিনটি প্যাকেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর পরপরই অটোরিকশার পেছনে আসা একটি মোটরসাইকেলও সন্দেহজনক মনে হলে সেটি আটক করা হয়।
প্রাথমিক স্বীকারোক্তিতে বিলকিস আক্তার জানায়, আটক মোটরসাইকেল চালক ইয়াকুব আলীই ইয়াবার মূল মালিক। এ ঘটনায় ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পারভেজ