চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

কর্ণফুলীতে অপহরণের এক ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

কর্ণফুলীতে অপহরণের এক ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

কর্ণফুলী সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৫ | ৮:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সৈন্যারটেক আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

 

অপহৃত সাইদুল ইসলাম সাইম উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হকের ছেলে।

 

পুলিশ সূত্র জানা যায়, সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সাইমকে (১৩) কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম শহরে। সেখানে কোতোয়ালী থানার স্টেশন রোডের হোটেল ছোবাহানে উঠে অপহরণকারী আল হাসান (২৫)। পরে তিনি শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন।

 

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই হোটেল ছোবাহানের সামনে থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ সময় অপহরণকারীর কাছ থেকে মুক্তিপণের ৫ হাজার টাকার মধ্যে ৩ হাজার ৭৬০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় শিশুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট