
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে দুইটি বাসকে ৪ হাজার টাকা জরিমানা করেছ পরিবেশ অধিদপ্তর।
রবিবার (১২ অক্টোবর ) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মং এছেন জানান, শব্দদূষণ বিধিমালায় দুইটি বাস থেকে ৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। সার্বিক সহায়তা করেন লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও পুলিশ সদস্যবৃন্ধ।
পূর্বকোণ/পারভেজ