চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা লুট

চট্টগ্রামে ডিবি পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি, ১১ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৫ | ৪:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ঘটনাস্থলের অল্প দূরত্বে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশে তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

যার বিয়ে হচ্ছিল তার নাম আরিফুল ইসলাম। তিনি ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, তার বড় ভাই আলমগীর কাতার প্রবাসী।

 

তারা জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত দেড়টার দিকে বাড়ি ফিরেন। কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা ৮ জন ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢোকে। তারা নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

 

তিনি আরও জানান, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির পাশে অবস্থান করছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেটকারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলের কয়েকজন আগেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হবে।

 

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.জামাল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে । এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট