চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়া জামায়াতের নতুন প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়া জামায়াতের নতুন প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৫ | ৭:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী পরিবর্তনের করেছে। নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন  চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম।

 

 

‎আজ শনিবার (১১অক্টোবর) পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলদের সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।।

 

 

উপজেলা আমির হাসান মুরাদ এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জান, মাওলানা মোহাম্মদ শাহজাহান, মাওলানা নুরুল আমিন, রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা মনোনীত এমপি প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম ও উপজেলা নায়েবে আমির মাওলানা শওকত হোসাইন প্রমুখ।

 

 

‎উল্লেখ্য দীর্ঘদিন ধরে অধ্যক্ষ আমরুজ্জামানকে দিয়ে প্রচারণা চালিয়ে আসলেও আজ শনিবার রেজাউল করিমকে প্রার্থী ঘোষণা করেন। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের যৌথ বৈঠকে এই প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। রেজাউল করিম পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। ‎

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট