চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

কক্সবাজারে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

কক্সবাজার সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৫ | ৯:১৭ অপরাহ্ণ

কক্সবাজার শহরের লিংকরোড রেললাইনের পাশ থেকে সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটির পরিচয় পাওয়া গিয়েছে। তাঁর নাম শাহজালাল (৪৬)। তিনি  ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরকি বাজার এলাকার বাসিন্দা ইসহাক আলীর পুত্র।

 

আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল মাদ্রাসা পড়ুয়া কিশোর লিংকরোড রেল ক্রসিং এলাকার প্রধান সড়কের দক্ষিণ পাশের রেললাইনের অদূরে ঝোপের মধ্যে মৃতদেহটি দেখতে পায়। এরপর স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট