
কাপ্তাইয়ে পারিবারিক কলহ ও প্রেমগঠিত কারণে গলায় ফাঁস লাগিয়ে কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯অক্টোবর) রাত সাড়ে আটটায় ঘটনাটি ঘটেছে জাকির হোসেন স্ মিল এলাকার মুরগির টিলা নামক এলাকায়।
কিশোরী খাদিজা আক্তার (১৬),কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং এর সাথে আত্মহত্যা করে।
খাদিজার পিতা ফার্নিচার মিস্ত্রি মো.রুবেল জানান,মেয়ের সাথে অন্য একটি ছেলের সাথে প্রেমের সর্ম্পক ছিল। আমরা সেখানে রাজি ছিলাম না।মেয়েকে অনাত্র বিয়ে দেয়ার জন্য আমরা পারিবারিক কথা বলি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথা হয়। এদিকে আমার স্ত্রী অন্য বাসায় জ্বিয়ের কাজ এবং আমি ফার্নিচার মিস্ত্রি’র কাজ করি।বাসায় কেউ ছিলো না। কেমনে কি হল আমি জানিনা। তিনি আরও জানান, মেয়ের প্রেম গঠিত, বিষয়ে এলাকার কিছু লোকজন বিভিন্ন ধরনের মন্তব্য করায় আত্নসম্মানে লাগে।
কাপ্তাই ৪নং ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,কাপ্তাই থানা পুলিশ ঘটনা বিষয়ে তদন্ত করলে আসল রহস্য বের হবে।
পূর্বকোণ/আরআর