
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী নৌযানে যাত্রীর বেশে মাদক পাচারকালে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
গ্রেপ্তাররা হলেন, সেন্টমার্টিন আজু মিয়ার কন্যা রুবায়দা (১৮), মৃত দোস মাহমুদের কন্যা ফাতেমা খাতুন (২০), টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া মো. জাফরের মেয়ে সারমিন (১৮)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি নৌযান-ট্রলারে যাত্রীর বেশে মাদক পাচারের সময় তিন নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিন নারীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ