
কক্সবাজারে চৌফলদন্ডীর হাফেজ আমজাদ হত্যা মামলার প্রধান আসামি রায়েফ আনান রাফিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাফি চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর নতুন মহাল এলাকার ছৈয়দ নুরের ছেলে।
আজ বুধবার বেলা ৩ টায় চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় আনা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
পূর্বকোণ/পারভেজ