চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন আহত

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন আহত

লোহাগাড়া সংবাদদাতা

৮ অক্টোবর, ২০২৫ | ৭:১৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় বিদুৎ স্পৃষ্টে একই পরিবারের ৩ জন আহত হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার কলাউজান ইউনিয়নের মেহেরনারবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন নাজমা আক্তার (২৩) ও তার দুই শিশু আব্দুলাহ (৩) ও ইমতিয়াজ(১)। আহত নাজমা আক্তার একই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী আব্দুলাহ ও ইমতিয়াজ ছেলে।

 

শাহাদাত হোসেনের ভাই আরিফ হোসেন জানান,ঘটনার দিন ২ শিশুকে নিয়ে বাড়ির ছাদে কাজ করছিল আমার ভাইয়ের স্ত্রী। হঠাৎ বাড়ির ছাদে উপর দিয়ে যাওয়া বিদুৎ এর তার থেকে মা-ছেলে বিদুৎ স্পৃষ্ট হয়। আহরা লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

 

এদিকে আহতদের দেখতে ও ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -১ লোহাগাড়া এলাকার পরিচালক এটিএম জাহেদ হোসেন ও ডিজিএম

মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এ সময় এটিএম জাহেদ হোসেন জানিয়েছেন,’আমরা আহদের চিকিৎসা সেবা নিশ্চিত করবো এবং এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে অফিসের সকল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

 

পূর্বকোণ/আর‌আর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট