চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নাজিরহাট কলেজের সব আর্থিক লেনদেনে মাউশির নিষেধাজ্ঞা

নাজিরহাট কলেজের সব আর্থিক লেনদেনে মাউশির নিষেধাজ্ঞা

ফটিকছড়ি সংবাদদাতা

৮ অক্টোবর, ২০২৫ | ৩:১৬ অপরাহ্ণ

সরকারিকরণের লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন নাজিরহাট কলেজে নিয়োগ, পদোন্নতি ও সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

বুধবার (৮ অক্টোবর) মাউশির কলেজ শাখা-৪ থেকে জারি করা এক অফিস আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আদেশে জানানো হয়, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে কলেজটির নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং নগদ ও ব্যাংকে সংরক্ষিত অর্থ ব্যয়ের (দৈনন্দিন কার্যসম্পাদনের ব্যয় ব্যতীত) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

একইসাথে নাজিরহাট কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হওয়ায় প্রতিষ্ঠানটি পরিদর্শনের প্রস্তুতি নিতে কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার কার্যালয়ের গত ২১ সেপ্টেম্বরের পত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২৮ সেপ্টেম্বরের নির্দেশনা অনুসরণ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট