
চট্টগ্রামের সাতকানিয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংকারের খামারের গরু লুটের চেষ্টা করা হয়েছে। এ সময় এহসান (৪৫) নামে এক পাহারাদারকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত এহসান ছদাহা মিয়া বাড়ির মরহুম মাস্টার শামসুল ইসলাম চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টায় উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়কুল সন্দীপ্যাপাড়া জিলানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাংক এশিয়ার অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন গরুর খামারে একদল ডাকাত হানা দেয়। এ সময় গরু লুটে বাঁধা দিলে খামারের পাহারাদার এহসানের গলায় ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোর।
খামার মালিক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আমার গরুর খামারে গরু লুট করার জন্য একদল ডাকাত ঢুকেছিল। গরু লুট করার সময় পাহাড়াদার এহসান বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। তবে স্থানীয়রা এগিয়ে আসায় গরু লুট করতে পারেনি। আহত পাহারাদারকে কেরানিহাট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমি আইনের সহযোগিতা নেব।
স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগম বলেন, ৩ নম্বর ওয়ার্ডে গরু চুরি করার জন্য চোরের দল একেএম সাইফুল ইসলাম চৌধুরীর খামারে ঢুকে। খামারের পাহারাদার এহসান বাধা দিলে চোরের দল ধারালো অস্ত্র দিয়ে থাকে আহত করে। গরু চুরি এবং অন্য অপরাধ ঠেকাতে আমরা খামারিদের নিয়ে বৈঠক ডেকেছি।
তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী থানায় কোন অভিযোগ না করায় পুলিশের বক্তব্য নেওয়া যায় নি।
পূর্বকোণ/পিআর/এএইচ