
কক্সবাজারের উখিয়ায় বন্ধিদশা থেকে শতাধিক বক পাখি উদ্ধার করেছে বনবিভাগ। একই সঙ্গে বক শিকারে ব্যবহৃত জালও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বনবিভাগের অভিযানে মাছকারিয়ার ডেবা থেকে এসব বক উদ্ধার করে প্রকৃতির মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
উখিয়া বন রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহায়তায় সদর বনবিট এলাকায় বনকর্মীরা অভিযান চালিয়ে বকগুলো উদ্ধার করেন। পরে প্রকৃতিতে এসব অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র জাল পেতে বক শিকারে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/পারভেজ