চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

দেশে ফিরেই মারা গেলেন বাঁশখালীর দুবাই প্রবাসী নাজিম

দুবাই থেকে ফিরে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঁশখালীর নাজিমের

বাঁশখালী সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৫ | ৪:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর নাজিম উদ্দীন সিকদার (৪৫) নামে এক দুবাই প্রবাসী দেশে ফিরেই মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

 

দুবাই প্রবাসী নাজিম উদ্দিন গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ছমদ আলী সিকদার পাড়ার হাছান সিকদারের ছেলে।

 

জানা গেছে, উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্ৰামের বাসিন্দা নাজিম উদ্দিন সিকদার। আজ দুবাই থেকে দেশে আসছিলেন তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করার পর ইমিগ্রেশন শেষ করে বের হতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ভাই হেফাজ উদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, আমার ভাই নাজিম উদ্দিন দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। তার ওমানে একটি খাবার হোটেল ও সংযুক্ত আরব আমিরাতে পোশাকের ব্যবসা রয়েছে। দেশে ফেরার কথা আমাকে জানিয়েছিলেন। সকালে বিমান অবতরণ করে দেশের মাটিতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট