
কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের অন্যতম মূলহোতা নুরুল ইসলাম মুন্নাকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টায় টেকনাফ সদরের নতুন পল্লানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মুন্না দীর্ঘদিন ধরে ৩০-৪০ জন সদস্য নিয়ে একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করছিল। চক্রটি নিয়মিত মানুষ অপহরণ করে পাহাড়ি আস্তানায় বন্দি রাখত এবং মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন করত। চলতি বছরের ২৯ আগস্ট রাঙামাটির জোড়াইছড়ির সুজন চাকমা (৩০) নামে এক ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফে অপহরণ করে তার নেতৃত্বাধীন চক্রটি। ৩১ আগস্ট ৬ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে মুমূর্ষু অবস্থায় পৌরসভার শাপলা চত্বর এলাকায় ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় মুন্নার সিন্ডিকেটের ৩ জনকে গ্রেপ্তার করে র্যাব-১৫। এছাড়া গেল বছরের ২৫ নভেম্বর টেকনাফ সদরের মাঠপাড়া এলাকায় দিনদুপুরে গাড়ি থামিয়ে দুই মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
পূর্বকোণ/এএইচ