চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় অস্ত্রসহ ৪ বাংলাদেশী-রোহিঙ্গা গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

উখিয়ায় দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি জব্দ

উখিয়া সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৫ | ৭:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ানশুটার গান, ৫টি কার্তুজ ও ২ হাজার ইয়াবা জব্দ করা হয়।

রবিবার (অক্টোবর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মো. আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩) ও ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।

উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের মরাগাছতলা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা, দুটি ওয়ানশুটার গান, তিনটি শর্টগানের কার্তুজ, একটি শর্টগানের খালি খোসা ও রাইফেলের এক রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট