চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে নাফনদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
নাফ নদী

টেকনাফে নাফনদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৩ অক্টোবর, ২০২৫ | ৫:২৪ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৪০ বছর। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহপরীরদ্বীপের বাসিন্দা নুরুল আলম জানান, সকালে শাহপরীরদ্বীপ ট্রলার ঘাট সংলগ্ন নাফ নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখা মিলে। পরে পুলিশকে খবর দিলে দুপুরের দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অজ্ঞাত এ ব্যক্তির গায়ে একটি গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি ভাসমান অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট