
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবি ট্রাভেলস নামের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় ইছাখালীর ভূমি অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল আরোহীর নাম জাফর (৩৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার মৃত ছৈয়দুর রহমানের ছেলে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তিনি হাত, পা ও ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই সড়কে এবি ট্রাভেলসের চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। মোটরসাইকেলটি একটি সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
পূর্বকোণ/এএইচ