
চট্টগ্রামের পটিয়ায় বড় ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর ছোট ভাই আত্মহত্যা করেছেন। নিহতের নাম বিমল সর্দার (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পটিয়া থানা পুলিশ আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বিমল সর্দারের এক কন্যা ও দুই ছেলে সন্তান রয়েছে। বিমল পেশায় জেলের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম বিমলকে হারিয়ে বর্তমানে তার স্ত্রী ও সন্তানেরা অসহায় হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমল সর্দারের সঙ্গে তার বড় ভাই পরিমল সর্দারের পারিবারিক ঝগড়া হয়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে বিমল বাড়ির পাশের স্কুলের পেছনে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।পরবর্তীতে পরিবার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার লাশটি ময়নাতদন্ত ছাড়াই রাতে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ