চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পূজার ব্যস্ততার সুযোগে ঘরে চোর, স্বর্ণ ও নগদ টাকা লুট

পূজার ব্যস্ততার সুযোগে ঘরে চোর, স্বর্ণ ও নগদ টাকা লুট

আনোয়ারা সংবাদদাতা,

২ অক্টোবর, ২০২৫ | ৭:১৭ অপরাহ্ণ

চট্ট্রগ্রামের আনোয়ারায় দুর্গাপূজার উৎসবে বাইরে ব্যস্ত থাকায় এক গৃহকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তিন ভরি স্বর্ণ, যার মূল্য পাঁচ লাখ এবং নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় চোর।

 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামে সুজিত চৌকিদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী আশিষ সরকার জানান, পূজা উপলক্ষে স্ত্রী-সন্তানসহ বাইরে গিয়েছিলাম। রাতে ফিরে এসে দেখি জানালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

 

তিনি আরও বলেন, আমার ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। পূজার আনন্দ শেষ না হতেই এমন দুর্ঘটনা মেনে নেওয়া কষ্টকর।

 

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী আশিষ সরকার আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট