চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত ৩

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

২ অক্টোবর, ২০২৫ | ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা ছিটকে পড়ে। এতে থাকা মা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া  শিশুসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়া গ্রামের বদিউল আলমের স্ত্রী মাকসুদা খাতুন (৪২) ও তাদের মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৫)। এছাড়া আহত হয়েছেন নিহত মাকসুদার স্বামী বদিউল আলম ও তার পুত্র ইমাম হোসেন (২০) এবং চুমকির শিশুপুত্র (২) সাফোয়ান।

 

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. আশরাফ ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশাটি অবৈধভাবে রেলক্রসিং পারাপারের সময় রেললাইনের উপর ইঞ্জিন বন্ধ হয়ে গেলে মহানগর এক্সপ্রেসের সামনে পড়ে যায়। এ সময় ট্রেন থেকে নেমে বাবা ও ভাই টেক্সিটি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেও পারেনি। ট্রেনের ধাক্কায় ৫ জনই গুরুতর আহত হন। তাদের মধ্যে চমেকে চিকিৎসাধীন মা-মেয়ে মারা গেছেন। এছাড়া অন্যরাও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সিএনজি চালক বা মালিকের কোন সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট