চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, লামা-আলীকদম

২ অক্টোবর, ২০২৫ | ৪:৫০ অপরাহ্ণ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক মো. সোহান রাজধানী ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকারের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে দুই বন্ধু মো. সোহান ও মো. শাকিল লামায় মাতামুহুরী নদীর সাদা পাহাড়ের হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসে। দুপুরে ২ জন পর্যটক রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে মো. সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়। তার সাথে থাকা মো. শাকিল নামে আরেকজন সাঁতারে উপরে উঠতে সক্ষম হয়।

এদিকে, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা ফায়ার সার্ভিসের টিম। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ পর্যটকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

পূর্বকোণ/রফিক/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট