
কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র-গুলিসহ দ্বীপের শীর্ষ সন্ত্রাসী শাহজানসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কোস্ট গার্ড কেরুণতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় শীর্ষ সন্ত্রাসী শাহজান ও তার ২ সহযোগিকে আটক করা হয়। এ সময় তিন সন্ত্রাসীর কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গোলা ও শর্ট গানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
পূর্বকোণ/হোবাইব/এএইচ