চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

লোহাগাড়ায় আগুনে পুড়ল বসতঘর, দুই গরু দগ্ধ

লোহাগাড়া সংবাদদাতা

২ অক্টোবর, ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুনে দুটি গরু দগ্ধ হয়েছে। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর ) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রোসাইঙ্গা ঘোনা শফিউল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শফিউল্লা ও তার স্ত্রী পুড়ে যাওয়া ঘরে বসবাস করতেন। বসতঘরের সাথে লাগানো রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। ফলে পুরো বসতঘর এবং গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গোয়ালঘরে থাকা ২টি গবাদি পশু দগ্ধ হয়।

প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

শফিউল্লার স্ত্রী রহিমা বেগম জানান, আমরা স্বামী-স্ত্রী পাশের একটি খামারে চাকরি করি। রাতে সেখানে কাজের সময় হঠাৎ প্রতিবেশির কাছ থেকে জানতে পারি বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা কি খেয়ে বাচঁবো, কোথায় থাকবো?

পূর্বকোণ/মিনহাজ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট