চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পটিয়ায় চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা
আহত রিকশাচালক সাখাওয়াত হোসেন (২০)

পটিয়ায় চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

পটিয়া সংবাদদাতা

১ অক্টোবর, ২০২৫ | ১১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় রিকশা ছিনতাইয়ের চেষ্টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক রিকশাচালক। আহত রিকশাচালকের নাম সাখাওয়াত হোসেন (২০)। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ি গ্রামের কালু মিয়ার ছেলে।

 

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার সুচক্রদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তার রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা সাখাওয়াতের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

 

স্থানীয়দের অভিযোগ, পটিয়ায় রিকশা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালকদের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা বেড়ে গেছে। 

 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “এ ঘটনার বিষয়ে পুলিশ সরাসরি কোনো অভিযোগ পায়নি। তবে লোকমুখে শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট