চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে সিনিয়র নেতাদের ওপর হামলার অভিযোগে ইউনিয়ন বিএনপির তিন নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র নেতাদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ে ইউনিয়ন বিএনপির তিন নেতা বহিষ্কার

কাপ্তাই সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র নেতাদের ওপর হামলার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-দফতর সম্পাদকের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

 

বহিষ্কৃতরা হলেন— ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, সদস্য মো. দুলাল এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক শেখ আব্দুল্লাহ শেকু।

 

বিজ্ঞপ্তিতে বলা হয় ইউনিয়নের ১নং ওয়ার্ডে কাউন্সিল ভোটাধিকার প্রয়োগ পরবর্তী সময়ে তারা সংগঠনের সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ, পেশিশক্তি প্রদর্শন করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সিনিয়র নেতাদের শারীরিকভাবে নির্যাতন করে আহত করে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের এই কর্মকাণ্ড সন্ত্রাসী কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মসূচির অংশ, যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। এ কারণে তাদেরকে দলীয় সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট