চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মহেশখালীতে দেশীয় চোলাই মদ উদ্ধার
ছবি: পূর্বকোণ

মহেশখালীতে ৭০০ লিটার চোলাই মদ উদ্ধার

মহেশখালী সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে নৌ-বাহিনী ও পুলিশের অভিযানে ৭০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। পরে এসব মদ ধ্বংস করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা চরপাড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

নৌ-বাহিনীর কন্টিনজেন্ট লে. কমান্ডার রাকিবুল হাসান জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট