চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজ নিহত

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাজ্জাদ (১৬) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ড. শহীদুল্লাহ একাডেমির পাশের মির্জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ একই ইউনিয়নের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ তালুকদার প্রকাশ জামশেদ ড্রাইভারের ছেলে।

জানা গেছে, ঘটনারদিন সন্ধ্যা ৭টার দিকে হাফেজ সাজ্জাদ তার পাশের এলাকার মির্জি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী টিপু বলেন,
সোমবার বেলা ১১টায় নিহতের গড়দুয়ারা নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট