
রাঙামাটির কাপ্তাইয়ে যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) তল্লাশি চালিয়ে পাঁচশ দেশীয় অস্ত্র উদ্বার করেছে বিজিবি ৪১ ব্যাটালিয়ন। এই ঘটনায় হেলপারসহ বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাসের চালক মো. শুক্কুর জয়নাল আবেদীনের ছেলে। সহকারী সাব্বির মো. ইউসুফের সন্তান। তারা দুজনই রাঙামাটি জেলার কোতোয়ালি থানার রাজবাড়ি এলাকায় থাকেন।
রবিবার (২৮সেপ্টেম্বর) বিকালে কাপ্তাইয়ের কুকিমারাপাড়া ক্যাম্পের চেকপোষ্টে বান্দরবান থেকে রাঙামাটিগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কায় কিসলু বলেন, এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পারভেজ