
রাঙামাটির রাজস্থলীর চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়ায় দেয়াল ধসে মো. জুনাইদ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
নিহত জুনাইদ উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রংদ্রংপাড়ার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রংদ্রংপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা জানান, দেয়াল ধসে আহত হয়ে শিশুটির মৃত্যুর খবর শুনেছি। ইতিমধ্যে শিশুটির দাফনও সম্পন্ন হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, শিশুটি তার নানার বাসায় থাকতো। দেয়াল ধসে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ