
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস, আওয়ামী লীগ নেতা মামুন উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামুন রাঙ্গুনিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের মরহুম সাকের আহমদের ছেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রাঙ্গুনিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার সাকের মেম্বার বাড়ি থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তার মামুনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ