
কক্সবাজার সদর থানায় প্রবেশ করে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় মো. সোহেল গিয়াস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটায় তাকে আটক করা হয়। সোহেল সদর থানাধীন কলাতলী এলাকার মো. হানিফের ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ২৭ সেপ্টেম্বর ভোর রাত ৩ টার দিকে সোহেল থানায় প্রবেশ করে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে অসদাচরন করেন ও হুমকি দেন। এই ঘটনায় তাৎক্ষণিক আটকের পর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া তিনি সম্প্রতি ডিসি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রুহুল আমিন স্টেডিয়ামে পুলিশের ওপর হামলা (পুলিশ অ্যাসল্ট) ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধেও অভিযুক্ত। নতুন দুটি মামলাসহ আগের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সোহেল অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনকে সরাসরি বাধা দিয়েছিল এবং সুগন্ধা পয়েন্টে রাতের আঁধারে বালিয়াড়ি দখল করে প্রায় ৫০টিরও বেশি দোকান বসানোর নেতৃত্ব দেয়।
আজ ২৭ সেপ্টেম্বর আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ