চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ, নিজেই তলিয়ে গেল কিশোর
ইছামতী নদীতে তলিয়ে যাওয়া বিজয় বড়ুয়া (১৪)কে উদ্ধার করা হয়

রাঙ্গুনিয়ায় বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ, নিজেই তলিয়ে গেল কিশোর

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৭ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছামতী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া বন্ধু ইমন দাশ (১২)কে বাঁচাতে গিয়ে  বিজয় বড়ুয়া (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন।

 

‎নিহত বিজয় বড়ুয়া কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুজন বড়ুয়ার ছেলে।

 

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পোয়াপাড়ার নাইল্যাছড়িতে ঘটনাটি ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

 

‎বিজয় বড়ুয়ার প্রতিবেশী চন্দন তালুকদার বলেন, দুই বন্ধু নদীতে গোসল করতে নামলে ইমন দাশ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে  তলিয়ে যায় বিজয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট