
টেকনাফে বিজিবির প্রশিক্ষিত বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় বাহারছড়া ইউনিয়নের সদর দরগারছড়া এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার বাসিন্দার মৃত শেখ আহমদের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রেখেছে; এমন তথ্যের ভিত্তিতে রাতে সদর দরগারছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইসমাইল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মতে বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ায় তাহের নামের এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
উদ্ধার ইয়াবা সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য মো. ইয়াসিন নামের ব্যক্তির মাধ্যমে আনা হয়েছে বলে জানায় গ্রেপ্তার ইসমাইল। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার আরও দুই আসামি নোয়াখালীপাড়ার ইসলাম মিয়ার ছেলে মো. ইয়াসিন ও টেকনাফ সদর দরগারছড়া এলাকার শেখ আহমদের ছেলে মো. তাহের পলাতক রয়েছে।
পূর্বকোণ/পিআর /পারভেজ