চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে র‌্যাবের উপর হামলা, ১২ মামলার আসামি জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ৩

টেকনাফে র‌্যাবের ওপর হামলা, ১২ মামলার আসামি জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ৩

টেকনাফ সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে খুন, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১২টি মামলার আসামি ও শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তারকৃতরা হল- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), লেদা ২৪ নম্বর পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আবদুল হামিদের ছেলে মো. ছালাম (১৮), পুরান স্টেশন এলাকার বাসিন্দা ছৈয়দ নূরের ছেলে মো. আনোয়ার হোসাইন (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমকে ধরতে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় জাহাঙ্গীরের সহযোগীদের নির্দেশে ৫০-৬০ জন সন্ত্রাসী র‌্যাবের ওপর লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় ব্যারিকেড দেয়। এতে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন। পরে কৌশলে জাহাঙ্গীর আলমসহ আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহলদলের ওপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে। র‌্যাবের ওপর হামলার ঘটনায় টেকনাফ মডেল থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট